বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিশেষ সংবাদ
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না: সালাহউদ্দিন
  Date : 29-09-2025
Share Button

বিএনপি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন অভিযোগ করেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক তৎপরতা চালু আছে। তবে তারা সেই ষড়যন্ত্রকে অতীতে কার্যকর হতে দেননি, সামনেও এগুলো সফল হবে না।

বিএনপি ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চায় না উল্লেখ করে এ নেতা বলেন, ‘ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে চাই না, কখনো চাইনি। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। আমরা সবাই এই দেশের নাগরিক। এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যের মতে, ফ্যাসিবাদী শক্তি হিন্দুদের ভোটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। সেখান থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। তিনি অভিযোগ করে বলেন, ‘ইদানিং লক্ষ্য করছি একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে তিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি।’

সালাহউদ্দিন দাবি করেন, বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে সামনের সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাওয়া হচ্ছে। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবেন, তাদের এ দেশের জনতা চিহ্নিত করবে।


বিএনপি নেতা বলেন, ‘আমরা লড়াই সংগ্রাম করেছি বিগত ১৬ বছর, আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার প্রয়োগ করার জন্য। সেই নির্বাচনের দিন-তারিখ ঘোষণা এখনো হয়নি, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়েছে। এ নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই প্রচেষ্টা চালু আছে। নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় সেই প্রচেষ্টা শুরু থেকে হচ্ছে কোনো কোনো মহলের পক্ষ থেকে। যারা এ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে দেশের মানুষ।’



  
  সর্বশেষ
সিপিসির কঠোর আত্মশুদ্ধি নতুন যুগের অপরিহার্য দায়িত্ব: চীনা প্রেসিডেন্ট
বহুপাক্ষিক সমন্বয় জোরদারে চীন-লেসোথো ঐকমত্য
নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি পরিস্থিতি জটিল করে: চীন
মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমালো এনবিআর

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com