বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সিপিসির কঠোর আত্মশুদ্ধি নতুন যুগের অপরিহার্য দায়িত্ব: চীনা প্রেসিডেন্ট
  Date : 13-01-2026
Share Button

আন্তর্জাতিক ডেস্ক: ১২ জানুয়ারি সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, সিপিসি’র সার্বিক নেতৃত্ব অনুসরণ এবং জোরদার করতে হবে। আরও উচ্চ মানদণ্ড ও আরও কার্যকর ব্যবস্থা দিয়ে সার্বিকভাবে সিপিসিকে পরিচালনা করতে হবে। আরও দৃঢ় ও শক্তিশালীভাবে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বিন্যাস বাস্তবায়ন করতে হবে। আরও কার্যকর এবং বৈজ্ঞানিকভাবে ক্ষমতাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আরও দৃঢ়ভাবে দুর্নীতিদমন কাজ জোরদার করতে হবে এবং ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক’ পরিকল্পনাকালের কর্তব্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য সুদৃঢ় নিশ্চয়তা প্রদান করতে হবে। সি চিন পিং অধিবেশনে বলেন, ২০২৫ সালে সিপিসি দুর্নীতিদমনের কাজ গভীরভাবে এগিয়ে নিয়েছে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্য দিয়ে কার্যকরভাবে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বিন্যাসের বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে। জনগণের ওপর প্রভাব ফেলছে—এমন অসদাচরণ এবং দুর্নীতি সংশোধনের জন্য সিপিসি’র প্রচেষ্টা তীব্র করা হয়েছে এবং দুর্নীতির প্রজনন ক্ষেত্র ও পরিবেশ নির্মূল করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। সি চিন পিং জোর দিয়ে বলেন, ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক’ পরিকল্পনাকালে উচ্চমানের উন্নয়নকে উৎসাহিত করতে হবে, একটি নতুন উন্নয়ন কাঠামো নির্মাণ জোরদার করতে হবে এবং আধুনিক শিল্পব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি, স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন উৎপাদনশীল শক্তির বিকাশ ঘটাতে হবে, একটি ঐক্যবদ্ধ জাতীয় বাজার গড়ে তুলতে হবে, উচ্চস্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণ করতে হবে, সব মানুষের জন্য সাধারণ সমৃদ্ধি দৃঢ়ভাবে প্রচার করতে হবে এবং দারিদ্র্যের মধ্যে ফিরে যাওয়া থেকে মানুষকে রক্ষা করার ওপর মনোনিবেশ করতে হবে। সি চিন পিং আরও বলেন, সিপিসি’র ‘আত্মবিপ্লব’ বা ‘স্ব-বিপ্লব’ ক্ষমতা পরিচালনার ওপর দৃষ্টি নিবদ্ধ করে। ক্ষমতাকে নিয়ন্ত্রণের খাঁচায় আটকে রাখা- নতুন যুগে সিপিসিকে ব্যাপকভাবে এবং কঠোরভাবে পরিচালনা করার একটি গুরুত্বপূর্ণ কাজ। সিপিসি ও দেশের উন্নয়নের পথের বাধা- দুর্নীতি। এর বিরুদ্ধে লড়াই করা একটি বড় কাজ; যাতে পরাজিত হওয়া যাবে না এবং তা উচিতও । সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
সিপিসির কঠোর আত্মশুদ্ধি নতুন যুগের অপরিহার্য দায়িত্ব: চীনা প্রেসিডেন্ট
বহুপাক্ষিক সমন্বয় জোরদারে চীন-লেসোথো ঐকমত্য
নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি পরিস্থিতি জটিল করে: চীন
মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমালো এনবিআর

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com