মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করেছেন ট্রাম্প   * নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেপ্তার ৮   * হিমেল বাতাসে কাহিল দিনাজপুরবাসী   * অসুস্থ হয়ে হাসপাতালে বাবর   * দুই জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমবে   * উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সংগ্রহে ভিড়, বিস্ফোরণে নিহত ৭০   * গাজায় ত্রাণ সহায়তায় প্রস্তুত ১৩০০ ট্রাক: ইউনিসেফ   * ৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, শীতে কাবু জনজীবন   * জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ   * মধ্যরাতে জাবির ছাত্রী হলে যুবক, পুলিশে দিলো শিক্ষার্থীরা  

   বিনোদন
সাইফের ওপর হামলার পরের ফুটেজ প্রকাশ, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
  Date : 18-01-2025
Share Button

সাইফ আলী খানের ওপর হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতের বান্দ্রা রেলস্টেশনে অভিযান পরিচালনার সময় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।


ভারতীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইফকে হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে মুম্বাই পুলিশের অপরাধ দমনে সাত সদস্যের দল গঠন করে চিরুনি অভিযান শুরু করেন। পরে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বান্দ্রা রেলস্টেশনে ঘোরাঘুরি করতে দেখা যায় অভিযুক্তকে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মুম্বাই পুলিশের নজরে আসে এবং গ্রেপ্তার করা হয় তাকে।


এদিকে, বলিউড অভিনেতা সাইফ আলি খানকে হামলায় জখম করার দুদিন পর দুষ্কৃতির নতুন দুটি ছবি প্রকাশ্যে এসেছে। একটি ছবিতে দেখা গেছে, সাইফের বান্দ্রার বাড়িতে যে জামা পরে দুষ্কৃতি এসেছিলেন, পরে সেই জামা বদলে অন্য পোশাক গায়ে চাপিয়ে নিয়েছিলেন।


সিসিটিভির ফুটেজ থেকে এই ছবি হাতে এসেছে পুলিশের। আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার পর দুষ্কৃতি একটি দোকান থেকে হেডফোন কিনছেন।


পুলিশ সূত্র জানাচ্ছে, হামলার পর দুষ্কৃতিকে দাদর-এর লক্ষ্মী হোটেলের কাছে ‘ইকরা’ নামে একটি মোবাইল ফোনের দোকান থেকে হেডফোন কিনতে দেখা গেছে।


শুক্রবার রাত ৯টা নাগাদ লক্ষ্মী হোটেল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মুম্বাই অপরাধ দমন শাখা দুষ্কৃতীর ছবি দেখতে পেয়েছে। আরেকটি ছবিতে দেখা গেছে, বান্দ্রা রেলস্টেশনে সে পোশাক পরিবর্তন করেছে। পোশাক বদলের কারণ হচ্ছে, পুলিশের চোখে ধুলো দেওয়া। কিন্তু তার পিঠে থাকা ফাস্ট ট্র্যাক ব্র্যান্ডের ব্যাগটি তাকে চিনিয়ে দিয়েছে।


পুলিশ সূত্র জানাচ্ছে, সাইফ আলি খানকে হামলার পর দুষ্কৃতি বান্দ্রা এলাকাতেই ঘণ্টা পাঁচেক ছিল। গত তিনদিনে দুষ্কৃতির চারটি ছবি প্রকাশ্যে এসেছে। প্রথম ছবিতে একটি হলুদ রঙের জামা পরেছিল সে। পরে বান্দ্রা স্টেশন ও মোবাইলের দোকানে তাকে নীল রঙের জামায় দেখা যায়।



  
  সর্বশেষ
১০ ডিগ্রিতে নামল দিনাজপুরের তাপমাত্রা
সুন্দরবনে একসঙ্গে ৩ বাঘের দেখা পেলেন পর্যটকরা
খুসখুসে কাশি সারবে এক মসলার গুণেই
কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com