মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেপ্তার ৮   * হিমেল বাতাসে কাহিল দিনাজপুরবাসী   * অসুস্থ হয়ে হাসপাতালে বাবর   * দুই জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমবে   * উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সংগ্রহে ভিড়, বিস্ফোরণে নিহত ৭০   * গাজায় ত্রাণ সহায়তায় প্রস্তুত ১৩০০ ট্রাক: ইউনিসেফ   * ৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, শীতে কাবু জনজীবন   * জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ   * মধ্যরাতে জাবির ছাত্রী হলে যুবক, পুলিশে দিলো শিক্ষার্থীরা   * মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: তারেক রহমান  

   সারাবাংলা
হিমেল বাতাসে কাহিল দিনাজপুরবাসী
  Date : 20-01-2025
Share Button

 

প্রবাদ আছে মাঘের শীতে বাঘ কাঁদে। বর্তমানে সেই পরিস্থিতি বিরাজ করছে দিনাজপুরে। কনকনে শীত, হিমেল বাতাস আর কুয়াশায় জনজীবন কাহিল হয়ে পড়েছে।

প্রতিনিয়তই তাপমাত্রার ছন্দপতন ঘটছে। কোনো দিন বাড়ে তো কোনো দিন কমে। কোনো দিন রোদ তো কোনো দিন কুয়াশা।

সোমাবার (২০ ডিসেম্বর) ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুর। সেই কুয়াশা শিশির হয়ে ঝরছে। তিন কিলোমিটার বেগে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে। এতে অনুভূত হচ্ছে কনকনে শীত।


অন্যান্যবার এসময় শীতের প্রকোপ থাকলেও এবার তেমন শীত নেই। আজও দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীত অনুভূত হচ্ছে।

এদিকে হঠাৎ ছয়দিন পর আজ ঘন কুয়াশা ও হিমেল হাওয়া শুরু হয়েছে। এতে ছিন্নমূল, খেটে খাওয়া গরিব মানুষের কষ্ট বেড়েছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে তারা।

দুই ছেলেকে নিয়ে সেন্টফিলিপ্স হাইস্কুল অ্যান্ড কলেজে এসেছেন উপশহরের দেলোয়ার হোসেন। তিনি জানান, আজ হঠাৎ করেই কুয়াশা ও ঠান্ডা বাতাস শুরু হয়েছে। বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা পড়ছে। এতে করে শীত বেড়েছে। এই শীতে শিশুদেরকে স্কুলে নিয়ে আসতে হাত-পা ঠান্ডা হয়ে গেছে।


সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার গোলাপ হোসেন জানান, কুয়াশা ও হিমেল বাতাসের কারণে মাঠে কাজ করতে পারছেন না। এরকম শীত চলতে থাকলে রবিশস্য পরিচর্যা কিছুটা ব্যাহত হবে। শীত থেকে বোরো ধানের বীজতলা বাঁচাতে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন। সকাল বেলা মানুষ খুব একটা মাঠে কাজে বের হয়নি। সবাই রোদ ওঠার অপেক্ষায় রয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ৩ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।



  
  সর্বশেষ
প্রথম দিনই বাইডেনের একগুচ্ছ নীতি বাতিলের ঘোষণা ট্রাম্পের
ফের মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের
মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com