রাফিয়াত রশিদ মিথিলার আগে একাধিক নারী এসেছে টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের জীবনে। তাদের একজন অভিনেত্রী ঋতাভরী। বছর কয়েক আগেই ইতি ঘটে সে সম্পর্কের। এদিকে আজকাল মিথিলার সঙ্গে নির্মাতার টানপোড়নের জোর গুঞ্জন। প্রক্তন ঋতাভরীকে বুকে আগলে ছবি প্রকাশ করে সে গুঞ্জন যেন আরও উসকে দিলেন পরিচালক।
আজ মঙ্গলবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন সৃজিত। সেখানে দেখা গেছে ঋতাভরীকে নির্মাতার বুকে মাথা রেখেছেন। এভাবেই নিজেদের সেলফিবন্দি করেছেন নির্মাতা। ক্যাপশানে লিখেছেন, ‘জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছ?’
এদিকে হঠাৎ কেন প্রকাত্নের সঙ্গে ছবি প্রকাশ করলেন সৃজিত— তাই নিয়ে চলছে জোর চর্চা। তবে কি মিথিলার সঙ্গে দুরত্বের গুঞ্জন সত্য, সেই সুযোগে শুন্যস্থান পূরণ করছেন ঋতাভরী— এরকম প্রশ্ন মাথায় নিয়ে বসে আছেন নেটাগরিকেরা।
২০১৭ সালে সৃজিত ও ঋতাভরীর প্রেম আচমকাই শুরু হয়েছিল। সেই সময় পরিচালক ব্যস্ত ছিলেন ‘কাকাবাবু’র শুটিং নিয়ে। আর সেই শুটিংয়ের মাঝেই চলত ঋতাভরীর সঙ্গে ডিনার বা লাঞ্চ ডেট, দীর্ঘক্ষণ হোয়াসঅ্যাপে চ্যাট। শুধু তাই নয়, সেই সময় ঋতাভরী মুম্বাইতে প্রায়ই যেতেন একাধিক শুটের কাজে। তাকে বিমানবন্দর থেকে আনতে যেতেন খোদ পরিচালক।
সেই বছর ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে একসঙ্গে ছবি তোলা, সবই ছিল সকলের সামনেই। টলিপাড়া তো ভেবেই বসেছিল যে, এবার সৃজিতের ঘরণী হতে চলেছেন ঋতাভরী।