চলতি বছরের শুরুতে দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ করে তুমুল আলোচনায় আসেন গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজার সঙ্গে তার বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। জানা গেছে, ৭ জানুয়ারি মালদ্বীপে হানিমুনে গিয়েছিলেন তারা। কিন্তু এ ছবি দুজনের কেউই প্রকাশ্যে আনেননি। রোববার দিনগত রাতে তাহসানের স্ত্রী রোজা হানিমুনের কয়েকটি ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
হানিমুনের এ ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন,‘জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত।’এর সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন রোজা। রোজার প্রকাশ করা এসব অনুরাগীরা ভীষণ পছন্দ করেছেন।
তাহসান-রোজার মালদ্বীপের হানিমুনের এ ছবিতে অসংখ্য মন্তব্য করেছেন অনুরাগীরা। সেই সঙ্গে শেয়ারও করেছে ঝড়ের গতিতে। এ ছবি কেউ মন্তব্য করেছেন, ‘দুজনকে দারুণ মানিয়েছে।’ আবার কেউ লিখেছেন, ‘চাঁদের আলো।’ অন্যদিকে কেউ কেউ তাদের নতুন জীবনের জন্য শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা এ ছবিতে দেখা যাচ্ছে। এ ছবিতে দেখা যাচ্ছে, সাগরপাড়ে লাল জামা পরে খালি পায়ে হাঁটছেন রোজা। প্রাকৃতিক পরিবেশটা দারুণ উপভোগ করছেন তিনি।
তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। নিউইয়র্কের জ্যামাইকাতে তিনি বসবাস করেন।
তাহসান খান বিনোদন অঙ্গনে কণ্ঠশিল্পী, গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন। ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে শুরু হয় তার সংগীতযাত্রা। প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তিনি বিয়ে করেন মিথিলাকে। ২০১৭ সালের ৪ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়।