রাজধানীর মিরপুরে কালশী ফ্লাইওভারের নিচে ট্রাকের ধাক্কায় মো. সিয়াম (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় পোশাকশ্রমিক ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের দুলাভাই রিয়াজ জানান, কালশী ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক সিয়ামের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সিয়াম মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ছিটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক রাতেই মৃত ঘোষণা করেন।
নিহত সিয়াম মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকার আবু বক্করের সন্তান। তারা দুই ভাই ও দুই বোন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।